ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ভারতের আকৃত্রিম বন্ধু। আগামীতে এ সম্পর্ক আরও গভীর হবে। অকৃত্রিম বন্ধুত্বের অংশ হিসেবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষ আত্মত্যাগ করেছেন। এ অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। সে জন্য আজকে ১৬ তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

তিনি বলেন, আমি আশা করি এ ভিসা সেন্টার চালুর মাধ্যমে এলাকার মানুষের ভ্রমণ চিকিৎসাসহ যে কোনো প্রয়োজনে ভারতে যাতায়াতে আরও সহজতর হবে। ভারতের ভিসা প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক সহজ। সময়ের সঙ্গে আরও নানা-সুবিধা যোগ হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।

আরও পড়ুন: ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আগে ভারতের ভিসার জন্য এ অঞ্চলের মানুষজনকে যশোর অথবা রাজশাহী যেতে হতো। এ ভিসা সেন্টার চালু হওয়াতে কুষ্টিয়াসহ আশপাশের পাঁচটি জেলার মানুষ সুবিধা পাবে। এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, সেকেন্ড সেক্রেটারি বৈভব গোন্দানে, প্রটোকল অফিসার গনেশ্বর প্রসাদ মিশ্রা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস