ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাল নোট কৌশলে ব্যাংকের বান্ডিলে ঢুকিয়ে দিতেন তারা

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে তিন লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরের দিকে র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।

আটকরা হলেন সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলের রিমন (২৭) ও একই গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে রনি (৩০)।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি, দীর্ঘদিন ধরে তারা এ ব্যবসার সঙ্গে জড়িত। ঈদকে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে তারা কেনেন। তারপর ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতেন বলে স্বীকার করেছেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

এসআর/জিকেএস