দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আব্দুল লতিফ (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।
রোববার রাত ৩ টায় উপজেলার মুর্শিদ হাট ইউনিয়নের চিলাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- এএসআই মো. রেজাউর রহমান (৩০), পুলিশ সদস্য মো. আব্দুল গাফ্ফার (৩৩), মো. বেলাল হোসেন (৩৪), ও পিকআপ চালক মো. সোহেল (৩২)। নিহত আব্দুল লতিফ গাইবান্ধা সদর উপজেলার বল্লামজার গ্রামের বাসিন্দা।
আহত এএসআই মো. রেজাউর রহমান জানায়, দায়িত্ব পালকালে উপজেলার উপজেলার মুর্শিদ হাট ইউনিয়নের চিলাপাড়া নামক স্থানে রাত ৩টায় পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আমি ও চালকসহ গাড়ি থাকা আরো ৩ পুলিশ সদস্য আহত হয়। সংবাদ পেয়ে থানার অতিরিক্ত পুলিশ আমাদের উদ্ধার করে বোচাগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্য আব্দুল লতিফ মারা যান।
বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আহত পুলিশ সদস্য বেলাল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতল, আব্দুল গাফ্ফারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এএসআই রেজাউর রহমান ও চালক সোহলেকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এমদাদুল হক মিলন/জেএইচ/এমএস