অবৈধ পথে আসা ১১২ মণ ভারতীয় চিনি জব্দ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধ পথে আসা ৯০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চিনি বহনে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল এলাকা থেকে ভারতীয় চিনিভর্তি দুটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কেন্দুয়া উপজেলার মারফ আহমেদের ছেলে কাওসার মিয়া ও ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকার আব্দুর গফুরের ছেলে বাচ্চু মিয়া।
পুলিশ জানায়, উপজেলার লেঙ্গুরা সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনি দুটি পিকআপে নেত্রকোনা পৌর শহরের দিকে যাচ্ছে। এমন সংবাদে কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে পুলিশ। এ সময় ৯০ বস্তা (১১২.৫ মণ) চিনিভর্তি দুটি পিকআপ জব্দ করা হয়। পিকআপে থাকা দুজনকে আটক করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/এসজে/এমএস