ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১২

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একদল পাগলা কুকুরের কামড়ে শিশু ও বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন উপজেলার গাবেরগ্রাম এলাকার মো. মৃদুল (৪০), গৃহবধূ মুন্নি (৩৬), মিজানুর (২১), গৃহবধূ আনেছা (৫০), রিনা বেগম (৪৮), যুবক (৪৮), বালিজুড়ি পশ্চিমপাড়া এলাকার কবির (৪০), শিশু তাছির (৩), ইয়াসিন (৭), মাহিন (৬), ইরা মনি (১১) ও হাসিব (১২)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মঞ্জুরুল বারী মোবাইলফোনে জাগো নিউজকে বলেন, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কেউ বাড়িতে দাঁড়িয়ে থাকার সময়, কেউবা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুর দ্বারা আক্রান্ত হন। এ বিষয়ে এলাকার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া যে কোনো পরামর্শের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস