ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় মাদক কারবারিকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কিতাব আলী (৪৮) নামে এক মাদক কারবারিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি কাদিপুরে ঘর জামাই থাকতেন কিতাব। দীর্ঘদিন থেকে তিনি ও তার স্ত্রী মাদকের কারবার করে আসছিলেন বলে অভিযোগ আছে। তাদের নামে থানায় একাধিক মাদক মামলাও আছে।

ওসি আরও বলেন, মাদক কারবারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। দ্রুত আমরা বিস্তারিত জানাতে পারবো। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসজে/জিকেএস