স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারাদেশে ২৫ হাজার নারী উদ্যোক্তাকে অনুদান ও প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে আইডিয়া প্রকল্পের আওতায় ৩৭ স্মার্ট নারী উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বর্তমানে নারীরা অর্থনীতিতে প্রভাব রাখছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, (বর্তমানে) নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। উন্নত বিশ্বের সমৃদ্ধির পেছনে নারীদের অবদান রয়েছে। বিগত দিনে কোনো সরকার নারীদের জন্য কাজ করেনি। তারা সরকারি কোনো অনুদান পাননি।
রোজার সময় সহনশীল ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ত্যাগের মহিমায় নিজেকে তৈরি করতে হবে। রমজানের শিক্ষায় ১১ মাস শিক্ষা নিয়ে চলতে হবে। বেশি বেশি যাকাত ও দান-সদকা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম