চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য নামাজ, বিশেষ দোয়া
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। ফলে প্রচণ্ড গরমে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবী লোকজন।
বুধবার (১৯ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জে এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০-৫০০ মুসল্লি নামাজে অংশ নেন। নামাজে ইমামতি করেন বাগানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রায়হান হোসাইন।

এদিকে, প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি এবং বৃষ্টি বর্ষণের দোয়া করে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নেও ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বোয়ালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বাগানে অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন কাশিয়াবাড়ি দাখিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ। এসময় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল, সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লি আনারুল ইসলাম বলেন, কয়েকদিনের অব্যাহত তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। বাইরে বের হওয়া যাচ্ছে না। রোদের তাপে গা জ্বলে যাচ্ছে। শ্রমজীবীরা কাজ করতে পারছেন না। এমন অবস্থায় বৃষ্টি হলে এই তীব্র গরম আবহাওয়া কিছুটা হলেও শীতল হবে। তাই এই নামাজের আয়োজন করা হয়েছে।

নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে ইসতেসকার নামাজের ইমাম মাওলানা রায়হান হোসাইন বলেন, এ জেলায় বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তাপমাত্রাও দিনদিন বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলাম।
সোহান মাহমুদ/এমআরআর/জিকেএস