ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গর্ভের সন্তান নষ্ট না করায় স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৩

জামালপুরে এক আনসার সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তাহমিনা জান্নাত (২০)। মাদারগঞ্জ উপজেলার জোরখালি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহিমের মেয়ে। স্বামী উজ্জ্বল মাহমুদের এ বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আড়াই বছর আগে উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে উজ্জ্বল মাহমুদের সঙ্গে তাহমিনা জান্নাতের বিয়ে হয়। সম্প্রতি তাহমিনা অন্তঃসত্ত্বা হলে গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য স্বামী ও তার পরিবারের লোকজন চাপ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার হাত-পা বেঁধে নির্যাতন শুরু করেন। এতে তাহমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। তারা হলেন শাশুড়ি উষা, নানি শাশুড়ি আকলিমা ও দেবর শরিফ মিয়া। তবে ঘটনার পর থেকে পলাতক স্বামী উজ্জ্বল মাহমুদ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহ নেওয়াজ বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম