ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৭ মার্চ ২০১৬

ময়মনসিংহের কেওয়াটখালীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার দুপুর ১২ টায় এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল ৬ টার পর ঢাকা-ময়সমসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলস্টেশন থেকে সোমবার সকাল ৬টার দিকে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি কেওয়াটখালী বাইপাস সড়কের রেলক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে রেললাইনের পার্শ্বে উল্টে গেলে ট্রাকের চালকসহ দু`জন আহত হন। এ ঘটনা তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা পর ঘটনাস্থল থেকে সরিয়ে ময়মনসিংহ স্টেশনে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ১২ টায় ট্রাকটির উদ্ধার কাজ শেষ হয়।

আতাউল করিম খোকন/এসএস/আরআইপি

আরও পড়ুন