ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে ডাকাতির ঘটনায় আহত ১ জনের মৃত্যু

প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৭ মার্চ ২০১৬

মাদারীপুরের কালকিনিতে ৫টি দোকানে ডাকাতির ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে স্বপন কাজী (৩৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে  চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার রাত ২টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে ৩টি স্বর্ণের দোকানসহ ৫টি দোকানে ডকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বাধা দিতে গিয়ে স্বপন কাজী (৩৮) ও সোহেল মৃধা (৩০) নামে দুই ব্যবসায়ীসহ ৫ জন আহত হন।

Gold-Shop

আহতদের গুরুতর অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে রাতেই কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নাসিরুল হক/এফএ/এমএস

আরও পড়ুন