টিকিটবিহীন যাত্রী উঠতে না দেওয়ায় ট্রেনে স্বাচ্ছন্দ্যের ঈদযাত্রা
ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনে টিকিটবিহীন যাত্রী উঠতে না দেওয়ায় ভিড় ছাড়ায় স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ।
ভৈরব রেলওয়ে স্টেশনে সরেজমিন গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যাত্রীদের তেমন কোনো বাড়তি ভিড় দেখা যায়নি। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন থেকে কেবল টিকিটধারী যাত্রীরাই স্টেশনে নামছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঈদের ছুটিতে ভৈরবে আসেন মাহবুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, আমরা ট্রেনের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে থাকি আমাদের ঈদ যাত্রাটা নিরাপদভাবে করতে পারবো কী না। সাধারণ ঈদের ছুটির সময়ে অন্যবছরে ট্রেনে যে পরিমাণ মানুষের ভিড় থাকে এবছর ট্রেনে কোনো ভিড় চোখে পড়েনি।
তিনি বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ঢাকার স্টেশনগুলোতে টিকিটবিহীন কোনো যাত্রীকে ট্রেনে উঠতে দিচ্ছে না। যার ফলে ট্রেনে উঠে মনে হলো স্মার্ট বাংলাদেশে আছি। যদিও অনলাইনে টিকিট প্রাপ্তিতে কিছু সমস্যা রয়েছে তা দূর হলে সত্যিই বাংলাদেশের ট্রেন যাত্রা স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপ নেবে।

ভৈরব রেলওয়ে স্টেশনের কর্মরত এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, এবার স্টেশনে যাত্রীদের চাপ অনেক কম। সরকার এবছর ঢাকার স্টেশনে টিকিটবিহীন কোনো যাত্রীকে ট্রেনে উঠতে না দেওয়ায় ট্রেনে চাপ নেই। আমরা নিরাপত্তা বাহিনী স্টেশনে যাত্রীদের নিরাপত্তা রক্ষায় সর্বদা নিয়োজিত আছি।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বলেন, স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা নিশ্চিত করতে এবার টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছে না। এবছর শোভন চেয়ারের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট দেওয়া হচ্ছে। তাই ট্রেনে অতিরিক্ত যাত্রী উঠতে পারছে না। ফলে টিকিটের যাত্রীরা কোনোরকম ভিড় ছাড়াই স্বাচ্ছন্দ্যে যার যার গন্তব্যে পৌঁছাতে পারছেন।
রাজীবুল হাসান/এমআরআর/জিকেএস