রাসিক মেয়র বুলবুলসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
রাজশাহীতে সরকার বিরোধী আন্দোলনের সময় সরকারি কাজে বাধা দানের মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ নির্দেশ দেন। এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২২ এপ্রিল সরকার বিরোধী আন্দোলন চলাকালে মহানগরীতে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার (মামলা নম্বর ৪১, তারিখ ২২ এপ্রিল ২০১২)। মামলার ধারাগুলো হলো, ১৪৩, ৩৫৩, ৩৩৩, ৪২৭ ও ৩৪ দঃ বিঃ।
এ মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদাসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
এ বিষয়ে অ্যাড. আলী আশরাফ মাসুম জাগো নিউজকে জানান, আসামিদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ পাঁচজন আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ার স্মৃতিবিজড়িত বাড়িতে সাজ সাজ রব, উজ্জীবিত নেতাকর্মীরা
- ২ ঝালকাঠিতে অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেফতার সাবেক মেয়র
- ৩ ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
- ৪ স্যান্ডেলের সূত্র ধরে পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
- ৫ নূরের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা হাসান মামুন