চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের ককটেল বিস্ফোরণে জিয়ারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম চন্দ্রনারায়ণপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত ১০ দিন ধরে সুন্দরপুর এলাকায় দুই পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছিলেন। রোববার দুপুরেও তারা ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় জিয়ারুল ইসলামের পিঠে ককটেল বিস্ফোরণ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিয়ারুলের বোন জলি বেগম বলেন, ‘আমার ভাই ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতো। ঈদের ছটিতে বাড়ি এসে দুই পক্ষের বোমাবাজিতে মারা গেলো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোহান মাহমুদ/এসআর/এমএস