ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদে ঘুরতে বেরিয়ে প্রাণ হারালেন দুই যুবক

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪এপ্রিল) দুপুরে উপজেলার ডাংগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও একই এলাকার বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে দুপুরে মোটরসাইকেলে করে ডাংগারহাট বাজার থেকে গোমনাতি বাজারের দিকে যাচ্ছিলেন রাফিক ইসলাম ও রিপন ইসলাম। পথে মোটরসাইকেলটি ডাংগারহাট শহীদ মিনারের সামনে পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদেহ এখনো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রাজু আহম্মেদ/এসআর/এমএস