সাদা কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
শেরপুর শহরের নবীনগর বাসস্ট্যান্ড থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় বাসস্ট্যান্ডের উত্তর পাশের ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সদ্যকাটা নাভিসহ উদ্ধারকৃত নবজাতকের মরদেহটি কন্যা শিশুর। অপরিপক্ক অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো ছিল মরদেহটি। কেউ হয়তোবা নবজাতকটির মরদেহ বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে গেছে।
উদ্ধারকৃত নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
হাকিম বাবুল/এআরএ/এবিএস