ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত: ০২:০২ পিএম, ০৭ মার্চ ২০১৬

কুমিল্লার দেবিদ্বারে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. রুবেল মিয়া (২৪) ও স্কুলছাত্র শরীফ উদ্দিন।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকায় একটি ভবনে রংয়ের কাজ করার সময় রং মিস্ত্রি রুবেল মিয়া ওই বিল্ডিংয়ের ছাদে উঠে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পৌর এলাকার ছোট আলমপুর উত্তর পাড়ার তারু মিয়ার ছেলে।

অপরদিকে দুপুরে উপজেলার গুনাইঘর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মো. শরীফ উদ্দিন ঘরের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

দেবিদ্বার থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল উদ্দিন/এমএএস/পিআর