ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশকে এগিয়ে নিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই

প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৭ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। আর সরকার সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

সোমবার দুপুরে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ’ এর অংশ হিসেবে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল ঘরে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের ওপর পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে এ অঞ্চলের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অনুযায়ী সব প্রকল্পের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সরকার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি)`র গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহবুব হাকিম প্রমুখ।

আলমগীর হান্নান/এআরএ/পিআর