ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে রায়হান সরদার (১৭) নামের দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে সন্ধ্যা নদীর এম এ জলিল সেতুর নিচে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

রায়হান সরদার উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রায়হানসহ একই বাড়ির চাচাতো ভাই ও ভাগনা সম্পর্কের আরও ১৫ জন একসঙ্গে নদীতে গোসল করতে যায়। সবাই গোসল করে নদী থেকে পাড়ে উঠে কাপড় পরিবর্তন করছিল। এসময় রায়হানকে না দেখে সবাই মিলে খোঁজাখুঁজি করা হয়। পরে তাকে উদ্ধার করে
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জিকেএস