বান্দরবানে জঙ্গলে মিললো অর্ধগলিত মরদেহ
ফাইল ছবি
বান্দরবানের রুমায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুয়ালপি পাড়ায় নির্জন জঙ্গলে সদ্য মাটি দেওয়া একটি কবর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের দেখানো কবরটি খুঁড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে রুমা থানাপুলিশ। মরদেহটি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: বান্দরবানে কেএনএফ-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। মরদেহের পরিচয় বা তিনি কোনো গোষ্ঠীর সদস্য কি না তা শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে প্রায় আটঘণ্টা ধরে গোলাগুলির খবর পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই সংঘর্ষে তিনি মারা গেছেন।
নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম