বান্দরবানে কেএনএফ-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৫টা থেকে উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে, যা এখনো চলমান বলে স্থানীয়রা জানিয়েছেন।

পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের ওপর এ সশস্ত্র হামলা চালানো হচ্ছে বলে ধারণা স্থানীয়দের।

এদিকে, গোলাগুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কেএনএফ। ফেসবুকে এক পোস্টে এ দাবি করে সশস্ত্র গোষ্ঠীটি।

স্থানীয়দের ররাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, গোলাগুলির ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দুই দলের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।