ছাগল নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের
ফাইল ছবি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছাগল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম দোলা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুর রাজ্জাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার আলীরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে পিষ্ট হয়ে স্থানীয় এক ব্যক্তির ছাগল আহত হয়। এ নিয়ে ওই শিক্ষক লাঞ্ছনার শিকার হন। মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে আবুল কাশেম দোলা উপস্থিত হয়ে শিক্ষকের পক্ষ নিয়ে প্রতিবাদ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।
এর জেরে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আবুল কাশেম দোলা আলীপাড়া দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ বাঙ্গা মিয়াসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে গুরুতর আহত হন দোলা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এরই মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস