ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুর সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করবো: আজমত উল্লা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছেন, নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশনকে গড়ে তুলব।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন অ্যাডভোকেট আজমত উল্লা খান ছাড়াও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান, জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন, স্বতন্ত্রপ্রার্থী কারাবন্দী নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম, মো. অলিউর রহমান, জাকের পার্টির রাজু আহমেদ, স্বতন্ত্রপ্রার্থী মো. আবুল হোসেন আটজন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

এর আগে বুধবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও স্বতন্ত্রপ্রার্থী মো. হারুন অর রশীদ মনোনয়নপত্র জমা দেন। এনিয়ে মেয়র পদে ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, এ নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন, দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গঠনের নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ার নির্বাচন। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনকে স্মার্ট নগরী উপহার দিতে চাই।

আরও পড়ুন: ৫ সিটির ভোটের তারিখ ঘোষণা

এক প্রশ্নের জবাবে আজমত উল্লা খান বলেন, যে কেউ প্রার্থী হতে পারেন। সিটি নির্বাচনের সব বিষয় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করবে।

এদিকে নির্বাচনে অংশ নিতে সংরক্ষিত নারী আসনে ১৯ ওয়ার্ডে ৮৯জন প্রার্থী মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন ৮২ প্রার্থী। আর ৫৭ সাধারণ ওয়ার্ডে ৩৪৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ২৯০ জন প্রার্থী। তিনপদে ৩৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার শেষ সময়। ৩০ এপ্রিল মনোনয়ন ফরম বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ৯ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ করা হবে ২৫ মে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, নির্বাচনের ৫৭ ওয়ার্ডে ৪৭৮টি কেন্দ্র ও তিন হাজার ৪৯১টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬ হাজার ৯৮২ জন পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এখানে ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম