ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদ শেষে বাইকে ঢাকায় ফেরার পথে প্রাণ গেলো কলেজছাত্রের

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৮ এপ্রিল ২০২৩

মোটরসাইকেলে বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাওন খান (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শাওন শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের শৌলা গ্রামের বাসিন্দা মৃত আলাউদ্দিন খানের ছেলে। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার জানায়, ঈদে গ্রামে বেড়াতে এসেছিলেন শাওন। বৃহস্পতিবার ঢাকায় যাওয়ার সময় মুন্সিগঞ্জের শ্রীনগর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাকে প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান। এরপর তাকে গ্রামের বাড়ি চিকন্দির শৌলায় আনা হয়েছে। তিন বছর আগে তার একমাত্র বোন শিখাও (১৪) মারা যান।

কান্নাজড়িত কণ্ঠে শাওনের মা রেসমা বেগম বলেন, ‘আমার আর কিছুই রইলো না পৃথিবীতে। আমি আর মা ডাক শুনতে পারবো না। প্রথমে মেয়েটা চলে গেলো এখন আমার রাজপুতও। আমার আর বেঁচে থেকে কি লাভ।’

শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জাগো নিউজকে বলেন, শাওনের মরদেহ শরীয়তপুরে তার গ্রামের বাড়ি চিকন্দিতে আনা হয়েছে। পরিবারের একটি মাত্র সন্তান ছিলেন তিনি। এখন পরিবারটি একা হয়ে গেলো। মোটরসাইকেলের প্রতি প্রতিনিয়ত অভিযান চলছে। অসতর্কতার কারণে প্রতিনিয়ত অনেকেই মারা যাচ্ছেন। আমাদের আরও সতর্ক হতে হবে।

এসজে/জেআইএম