আজও ঢাকায় ফিরছে মানুষ, দৌলতদিয়ায় নেই ভোগান্তি
রাজবাড়ীর দৌলতদিয়ায় যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। শনিবার (২৯ এপ্রিল) দুপুর পর্যন্ত ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, এ রুটে ছোট-বড় ২০ ফেরি ও ২২ টি লঞ্চ চলাচল করছে। যার কারণে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ দৌলতদিয়া প্রান্তে কোনো ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে না। গতকাল চাপ একটু বেশি ছিল। আজ ঘাট স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করছে।

আরও পড়ুন: কর্মস্থলে ফিরছে মানুষ, চাপ নেই দৌলতদিয়া ঘাটে
ঢাকামুখি যাত্রীরা বলেন, ঈদের আগেও ভোগান্তি ছাড়া বাড়িতে এসেছি। শেষে এখন আবার ঢাকায় যাচ্ছি। পথে কোনো ভোগান্তি না হলেও ভাড়া একটু বেশি।

বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, ঈদের পরদিন থেকে যাত্রীরা যাওয়া শুরু করেছে। তবে গতকাল সবচেয়ে বেশি যাত্রী ছিল। ঘাটে পর্যাপ্ত লঞ্চ রয়েছে। যাত্রীরা এসেই লঞ্চ পাচ্ছেন।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস