কর্মস্থলে ফিরছে মানুষ, এখনো চাপ নেই দৌলতদিয়া ঘাটে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১১ পিএম, ২৪ এপ্রিল ২০২৩
মাঝে মাঝে যাত্রী ও যানবাহন আসছে ফেরিঘাটে

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ঘাট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তবে যাত্রী ও যানবাহনের চাপ নাই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। উল্টো যাত্রী ও যানবাহনের অপেক্ষা করছে ফেরি। দৌলতদিয়া লঞ্চঘাটেও কোনো চাপ নেই।

সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরি ঘাটে এমন চিত্র দেখা যায়।

jagonews24

ঘাট এলাকার ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে চাপ কমেছে দৌলতদিয়া ঘাটে। ফেরি বসে থাকছে গাড়ির জন্য। ঈদের ছুটি শেষ হলেও তেমন যাত্রী ও যানবাহন আসছে না। বরং ফেরা থেকে ঘরমুখো যাত্রী ও যানবাহনের সংখ্যাই বেশি।

দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জাগো নিউজকে বলেন, ঈদ উদযাপন শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও চাপ নাই। হয়তো সোমবার কিছুটা চাপ হতে পারে। দীর্ঘ সময় বসে থেকে লঞ্চ ছাড়তে হচ্ছে।

jagonews24

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সালাহউদ্দিন জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে মানুষ ফিরলেও ঘাটে নেই ভোগান্তি। সকাল থেকে নেই যাত্রী ও যানবাহনের চাপ। উল্টো ফেরি অপেক্ষায় থাকছে। এ নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।


রুবেলুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।