ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরুসহ আটক ব্যক্তি গণপিটুনিতে নিহত

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে গরুচুরির অভিযোগে আব্দুল মান্নান মিয়া (৫৪6) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৯ এপ্রিল) গভীরে রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুল্কি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মান্নান মিয়া পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার কাতুলি গ্রামের কালাচান মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৩০ এপ্রিল) জামুর্কী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উফুল্কি গ্রামের আজিম উদ্দিনের ছেলের গোয়াল থেকে চোরের দল একটি গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পায়। তাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসে। কিছু দূরে ফসলের মাঠে গিয়ে জনতা গরুসহ মান্নানকে ধরে গণপটুনি দেয়। গণপিটুনিতে মান্নান ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গণপিটুনিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

এস এম এরশাদ/এফএ/জিকেএস