ঘুমন্ত ছেলেকে পিটিয়ে মারলেন বাবা
ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুরে বাবার লাঠির আঘাত ছেলে নিহত হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান (১২) ওই গ্রামের জাহির মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিহতের প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, দুপুরে রায়হান ঘরে ঘুমাচ্ছিল। দুপুর ২টার দিকে তার মানসিক ভারসাম্যহীন বাবা ঘরে ঢুকে কোনো কিছু না বলেই ঘুমন্ত রায়হানের ওপর চড়াও হন। এ সময় তিনি ছেলে রায়হানের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হলে জাহির মিয়া ঘর থেকে বের হয়ে যান।
স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রায়হানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ রায়হানের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাবাকে গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জিকেএস