ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুমনও নেই গানও নেই, কীভাবে চলবে তার পরিবার

এম এ মালেক | প্রকাশিত: ০৯:১১ পিএম, ০২ মে ২০২৩

শূন্য বুক, চোখে অন্ধকার। সংসার চলবে কিভাবে শুধু সেই চিন্তা পরিবারটির। অভাবের সংসারে মাত্র ১৪ বছর বয়সে সংসারের হাল ধরে সুমন শেখ। সোমবার (২ মে) বিকেল ৪টার দিকে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ছেলেটি। এখন কিভাবে চলবে তার সংসার। সেই চিন্তায় দিশেহারা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন ও সুমি দম্পত্তি।

মঙ্গলবার (২ মে) বিকেলে খুদে শিল্পী সুমনের মা সুমি বেগম জাগো নিউজের কাছে আহাজারি করে বলেন, কয়েক বছর ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলার বিভিন্ন স্থানে টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের মুখে হাসি ফোটাতো ছেলে সুমন। এতে যা আয় করতো সেটা দিয়েই সংসার চালতো। এখন সংসার চলবে কিভাবে?

তিনি বলেন, সংসারে আরও ছোট দুটি মেয়ে রয়েছে। একটা ক্লাস টুতে পড়ে আরেকটার বয়স সাত মাস। ওর বাবা ঠিকভাবে গ্রামে কাজ পায় না। এই ধান কাটার কয়েক দিন শুধু কাজ পাবে। এরপর পাবে না। ওই টাকা দিয়ে সংসার চালাবো কীভাবে? আবার মেয়েদের পড়াশোনাই বা কীভাবে করাবো। আমাদের তো জমিজমা নাই। শুধু মাথা গোজার ঠাঁইকুটু আছে।

সুমনের বাবা আল-আমিন শেখ জাগো নিউজকে বলেন, সাত বছর বয়সেই সুমনের মৃগী রোগ ধরা পড়ে। অর্থের অভাবে ছেলেটাকে ঠিকভাবে চিকিৎসা করাতে পারিনি। তবে ও বিভিন্ন হাট-বাজারে গান গেয়ে সপ্তাহে কিছু টাকা আয় করতো। অভাবের পরও দীর্ঘ কয়েক মাস যাবত একশো-দুইশো করে ১৩ হাজার টাকা সঞ্চয় করি। সেটা নিয়ে বগুড়ায় এক ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করার পর কিছু ওষুধ লিখে দেয়। মৃগীরোগ দেখা দিলে ইঞ্জেকশন দেওয়ার পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী যখনই ওই রোগ দেখা দিতো তখন ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যেত। কিন্তু এবার আর ঠিক হলো না। হাসপাতালে নিলে চিকিৎসক জানান মারা গেছে।

স্থানীয় শামছু সেখ জাগো নিউজকে বলেন, এদের শুধু মাথা গোজার ঠাঁই আছে, তাছাড়া আর কিছু নেই। সমাজের বিত্তবানরা যদি কেউ সাহায্য করে তাহলে পরিবারটার অনেক উপকার হবে।

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল হাসান রশীদ জাগো নিউজকে বলেন, খুদে শিল্পী সুমন অল্প বয়সে বাদ্যযন্ত্র ছাড়া গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।

এফএ/এএসএম