পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা: যশোরে পাঁচ শিক্ষককে অব্যাহতি
ফাইল ছবি
যশোরের অভয়নগরে চলমান এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় দিনে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে পাঁচ শিক্ষককে কক্ষ পরিদর্শকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত রোববার ও মঙ্গলবার পরীক্ষা চলাকালে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুষেন বিশ্বাস, পায়রা ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক জাহিদ ইকবাল, জিয়াডাঙ্গা আহমাদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মহাসিন আলম ও চাঁপাতলা চেঙ্গুটিয়া মাদরাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, রোববার (৩০ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথম দিনে আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৭নং কক্ষে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক ইলিয়াস হোসেন ও সুষেন বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া মঙ্গলবার (২ মে) দ্বিতীয় পরীক্ষার দিন গাজীপুর রউফিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের ৫নং কক্ষে জাহিদ ইকবাল, ৭নং কক্ষে মহাসিন আলম ও জাহাঙ্গীর আলমকে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মিলন রহমান/এফএ/জেআইএম