ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে হরতালকে ঘিরে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৮ মার্চ ২০১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাশেমের ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যার হরতালকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজশাহী মহানগরী এবং জেলার যেসব উপজেলায় জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড রয়েছে সেসব স্থানে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারি রেখেছেন। মহানগরীর বেশ কয়েকটি মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চেকপোস্ট বসানো হয়েছে। জামায়াত-শিবির কর্মীদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি সূত্র জানায়, বিগত সময়ে হরতালে জামায়াত-শিবির কর্মীরা মহানগরীর বেশ কয়েকটি স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এর মধ্যে রয়েছে কাশিয়াডাঙ্গা ও হড়গ্রাম, দাশপুকুর, বহরমপুর, শালবাগান, নিউমার্কেট, অলোকার মোড়, সাগরপাড়া বটতলা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন তালাইমারি ও কাজলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর, ডাশমারি, ধরমপুর. মেহেরচণ্ডী, মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকা।

এছাড়া উপজেলাগুলোর মধ্যে রয়েছে গোদাগাড়ী, বাগমারা, বাঘা ও মোহনপুর। এসব উপজেলার জামায়াত-শিবির অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন জানান, হরতালে সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মহানগরীর প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

চেকপোস্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় নজরদারি রাখা হয়েছে। যেসব এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটার বেশি আশঙ্কা রয়েছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সর্বোপরি, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার রাত থেকে রাজশাহীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে রাজশাহী মহানগরীরতে ৪ প্লাটুন ও ৯ উপজেলায় দুই প্লাটুন দেয়া হয়েছে। এছাড়াও আরো দুই প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজন হলে তারাও মাঠে নামবে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে আজ বুধবার সারাদেশে হরতালের ডাক দিয়েছে জামায়াত।

শাহরিয়ার অনতু/বিএ