ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় ছাত্রদল নেতা খুন

প্রকাশিত: ০৬:১৮ এএম, ০৯ মার্চ ২০১৬

পিরোজপুরের নাজিরপুরের সেখ মাটিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ভাগ্নে ছাত্রদল নেতা মো. শামছুল হক প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন।

মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন
মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তৌহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সেখ মাটিয়ার খেজুরতলা নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে অপেক্ষা করতে থাকা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাজিরপুর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শামছুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এ হামলার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাইউমুজ্জামানের লেলিয়ে দেয়া দলীয় সন্ত্রাসীদের দায়ী করছেন।
 
এ ব্যাপারে কাউমুজ্জামানের মতামত নেয়ার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা। রাতের আধারে কারা কি করেছে তার দায়িত্ব আমরা নেব কেন।

হাসান মামুন/এমএএস/এমএস