ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত, ছিনতাইকারীকে পিটুনি দিলো জনতা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৯ মে ২০২৩

ফেনী সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জহিরুল হক শামীম (৫২) নামে স্থানীয় এক ইউপি সদস্য আহত হয়েছেন। এ সময় মোস্তফা হোসেন নামে (৪৯) এক ছিনতাইকারীকে গণপিটুনির পর পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

এ ঘটনায় মঙ্গলবার (৯ মে) দুপুরে ইউপি সদস্য জহিরুল হক শামীম বাদী হয়ে আটক মোস্তফা হোসেন ও অজ্ঞাত দুজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

এর আগে সোমবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বুড়ি পুকুর সংলগ্ন খোকা মিয়ার বাড়ির পাশে ওই ঘটনা ঘটে।

আহত জহিরুল হক শামীম মোটবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মোটবী গ্রামের রবিউল হকের ছেলে। আটক ছিনতাইকারী মোস্তফা হোসেন কুমিল্লার কোতোয়ালি থানার আমড়াতলী ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ইউপি সদস্য জহিরুল হক শামীম মোটরসাইকেলে পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী সড়কের ওপর একটি গাছের টুকরা ফেলে তার গতিরোধ করে। তার পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীদের একজন ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে। পালিয়ে যাওয়ার স্থানীয় লোকজন ধাওয়া করে মোস্তফা হোসেন নামে এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ইউপি সদস্য জহিরুল হক শামীমকে রাতেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত ছিনতাইকারীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা ও একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। জাগো নিউজকে তিনি বলেন, ওই ছিনতাইকারীকে হাসপাতাল থেকে ছাড়া হলে আদালতে সোপর্দ করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস