ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে নারীসহ ৭ ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১২:১৬ পিএম, ১২ মে ২০২৩

নোয়াখালীতে ডাকাতির ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির সরঞ্জামাদিসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ মে) সকালে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল্যাহর ছেলে মো. মনির হোসেন (৪৫), তার স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইস্রফিলের ছেলে মো. ইব্রাহিম খলিল (২১), মো. আজিজের ছেলে আবুল কালাম (২২), মৃত মমিন উল্যাহর ছেলে রহমত উল্যাহ (৪৫), ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল গোফরানের ছেলে মো. জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নুরনবীর ছেলে মো. কামাল (৪৫)।

আরও পড়ুন: দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি পাইপগান, বিভিন্ন রঙের ১২টি কার্তুজ, দুটি ধারালো চাপাতি, একটি কিরিচ, একটি লোহা কাটার যন্ত্র, তিনটি দরজা ভাঙার কোরাবারি, একটি তালা ভাঙার স্ক্রু-ড্রাইভার, তিনটি টর্চলাইট ও চারটি মুখোশ জব্দ করা হয়।

ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় ৮ মে দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, মো. জাবেদ ও মো. কামালকে গ্রেফতারের পর তারা দলনেতা মনিরের জড়িত থাকার কথা জানায়। পরে মনিরকে আটক ও তার স্ত্রী জুলেখা আক্তারের দখল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, ডাকাতির মামলাসহ আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে শুক্রবার (১২ মে) তাদের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পলাতক ডাকাত ইউসুফসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস