ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সালথায় গাঁজাসহ আটক ৩

প্রকাশিত: ১০:৪১ এএম, ০৯ মার্চ ২০১৬

ফরিদপুরের সালথায় গাঁজাসহ তিনজনকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়ার মুরাটিয়া গ্রামের মুন্নু বিশ্বাসের ছেলে নুর মোহাম্মাদ (২৮), নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামের মোকশেদ শেখের ছেলে মিটুল হোসেন (২৫) ও ছাগলদী গ্রামের মৃত মজু মাতুব্বরের ছেলে সেন্টু মাতুব্বর (২২)।

সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। বুধবার সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি