ফেনীতে রঙ মিশিয়ে মসলা তৈরি, আটক ৩
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে রঙ মিশিয়ে মসলা তৈরির অপরাধে তিনজনকে আটক করেছে র্যাব। শনিবার (১৩ মে) দিনগত রাতে শহরের তাকিয়া রোড থেকে তাদের আটক করা হয়।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মো. সাদেকুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স কাদের ও মেসার্স রিফাত কারখানায় অভিযানে যায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সমেলা বেগম (৩০), নুরজাহান বেগম (৩৫), রোকেয়া বেগমকে (৪৫) আটক করে র্যাব।

আরও পড়ুন: রঙ আর ধানের তুষ মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল মসলা
তিনি আরও জানান, তাদের জিজ্ঞাসাবাদ শেষে ৩৩ প্লাস্টিকের বস্তায় রাসায়নিক রঙ মিশ্রিত হলুদ-মরিচের গুঁড়া উদ্ধার করা হয়। পরে এগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম