ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেলো মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৭ মে ২০২৩

ঝালকাঠিতে পল্লীবিদ্যুতের জোড়াতালি দেওয়া তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ মে) সকালে নলছিটি উপজেলার সরমহল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরমহল কারিমিয়া মাদরাসার ছাত্র তাহসিন খলিফা (৯) পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে তার শরীরে পড়ে। স্থানীয়রা টের পেয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

jagonews24

সরমহল গ্রামের বাসিন্দা হানিফ ফরাজি বলেন, পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের অবহেলায় একটি প্রাণ অকালে ঝরে গেলো। এখানে তাদের বিদ্যুৎ সঞ্চালন লাইনে একাধিক জোড়াতালি দেওয়া থাকে। আজকে সেই জোড়া দেওয়া তার খুলেই ওই ছাত্রের গায়ে পড়েছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

নিহত তাহসিন স্থানীয় সরমহল কারিমিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম শাহ আলী খলিফা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

jagonews24

ঝালকাঠি পল্লীবিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার কেফায়েত উল্লাহ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/এমআরআর/জিকেএস