ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন আজ

প্রকাশিত: ০৪:১৪ এএম, ১০ মার্চ ২০১৬

আজ (বৃহস্পতিবার) কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে আদালতপাড়া এখন সরগরম। আওয়ামীলীগ-বিএনপি সমর্থিত আইনজীবীরা নিজেদের প্যানেলকে বিজয়ী করতে মাঠে নেমেছেন। ১৭টি পদে ৩৪ জন  প্রার্থী এবং ৮২৯ জন ভোটার রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৭ জন এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে ১৭ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।  আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে আবুল হাসেম খান-সহিদুল হক সাঈদ প্যানেলে সভাপতি পদে অ্যাড.আবুল হাসেম খান, সাধারণ সম্পাদক মো. সহিদুল হক সাঈদ (২), সহ-সভাপতি পদে দীপাল কুমার চৌধুরী, সহ-সভাপতি মো. মোসলেম মিঞা, সহ-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম (২), কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ভূঁঞা, লাইব্রেরি সম্পাদক মো. আমজাদ হোসেন লিটন, এনরোলমেন্ট কাব অ্যান্ড ফার্নিচার মো. গিয়াস উদ্দিন মজুমদার, সহ-এনরোলমেন্ট কার্ক অ্যান্ড ফার্নিচার খন্দকার মারুফ, আমোদ-প্রমোদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য আবদুর রহমান, কুলসুম আক্তার, মাহমুদা আফরীন, মো. মিজানুর রহমান, মিজানুর রহমান (৩), নুরুদ্দীন মিয়াজী বুলবুল ও রীতা সরকার।

অপরদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে মো. শফিকুল আলম-মো. মফিজুল ইসলাম প্যানেলে সভাপতি পদে মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, সহ-সভাপতি আবু নছর আব্দুল কাদের ভূইয়া, সহ-সভাপতি কাজী মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক আবু মুসা ভূইয়া, এনরোলমেন্ট সম্পাদক আল মাহমুদ (সাগর), সহ-এনারোলমেন্ট সম্পাদক মনি আক্তার, আমোদ-প্রমোদ ও সাংস্কৃতিক সম্পাদক মো. তাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ আজারুল ইসলাম, ফজলুর রহমান কামাল, মো. মোতাহের হোসেন, নূর জাহান খান, রুবিনা হক, মো. শুকুর আলী (শফি), মো. তারিকুল ইসলাম মজুমদার।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন আহ্বায়ক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, সদস্য কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. ইকরাম হোসেন, সদস্য এনরোলমেন্ট সম্পাদক গাজী মো. নজরুল ইসলাম মানিক। সহযোগিতায় রয়েছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি