হোসেনপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে উজ্জ্বল মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলার পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল মিয়া একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। দীর্ঘক্ষণ পরও গোসল থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবককে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
এস কে রাসেল/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান