ফেনীতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, আহত ৮
ফেনীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় বেশ কয়েকজনের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শহরের নাজির রোড এলাকার মোহাম্মদ হামিদের ছেলে ইয়াছিন (৪০), বারাহীপুরের মো. মনিরের ছেলে মো. রহিম (৩৪), আনোয়ার হোসেনের ছেলে আবুল হোসেন (৩২), বগইড লক্ষ্মীয়ারার আবদুল কুদ্দুসের ছেলে ইয়াছিন আরাফাত (২৮), পাঁছগাছিয়ার এনামুল হকের ছেলে আমিনুল হক আরিফ (২৫) ও মোটবী ইউনিয়নের আবদুর রউফের ছেলে জাফর উল্লাহ বাদল (৪০)।
আরও পড়ুন: বিএনপির কর্মসূচির আগে হামলা, আহত ২৫
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিএনপি সমাবেশের আয়োজন করে। সে জনসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। সব প্রতিকূলতার মধ্যেও আগামীকাল বিএনপির সমাবেশ হবে।
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এএসএম সোহরাব আল হোসাইন তানভীর জানান, মারামারির ঘটনায় ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, এসব বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের ফল। এর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মারধরের ঘটনা শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস