ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে বিএনপির ৩১ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৯ মে ২০২৩

নাশকতার অভিযোগে জামালপুর সদর, সরিষাবাড়ী এবং বকশীগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) দুপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকদের তাৎক্ষণিক নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

পুলিশ সুপার বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে গত ২৪ ঘণ্টায় জামালপুর সদর থানায় ১৫ জন, সরিষাবাড়ীতে সাত জন ও বকশীগঞ্জে ৯ জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলীর দাবি, শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মূলত আন্দোলনকে থামিয়ে দিতেই পুলিশের এ অভিযান। আমাদের কোনোভাবেই থামানো যাবে না।

মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস