জামালপুরে বিএনপির ৩১ নেতাকর্মী আটক
পুলিশের হাতে আটক বিএনপির নেতাকর্মীরা
নাশকতার অভিযোগে জামালপুর সদর, সরিষাবাড়ী এবং বকশীগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মে) দুপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকদের তাৎক্ষণিক নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ সুপার বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে গত ২৪ ঘণ্টায় জামালপুর সদর থানায় ১৫ জন, সরিষাবাড়ীতে সাত জন ও বকশীগঞ্জে ৯ জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলীর দাবি, শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মূলত আন্দোলনকে থামিয়ে দিতেই পুলিশের এ অভিযান। আমাদের কোনোভাবেই থামানো যাবে না।
মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস