ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২১ মে ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহের অপরাধে আফিকুল ইসলাম নামের এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ মে) সকালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আফিকুল ইসলাম উপজেলার বানাইল ইউনিয়নের কুড়ালিয়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

আরও পড়ুন: নকলে সহায়তার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

আদালত সূত্র জানায়, সকালে সাধারণ বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা চলছিল। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আফিকুল ইসলাম পরীক্ষার হলে নকল সরবরাহ করছিলেন। এ সময় ভেন্যুতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসারের হাতে তিনি ধরা পড়েন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেন।

এস এম এরশাদ/আরএইচ/এএসএম