ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোমবার সকাল-দুপুর শরীয়তপুরে চলবে না বাস

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২১ মে ২০২৩

আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সোমবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর থেকে সব রুটে বাস বন্ধ থাকবে।

রোববার (২১ মে) বিকেলে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শরীয়তপুর থেকে সব রুটের বাস বন্ধ থাকবে।

ফারুক আহম্মেদ বলেন, ১০ দিন আগেই আমাদের এ তারিখ ঠিক করা হয়েছিল। সভা শেষে নিয়মিত আবার বাস চলাচল করবে।

এদিকে, বাস বন্ধ থাকলেও শরীয়তপুরের অভ্যন্তরে অটোরিকশা চলাচল কবরে। আর ভাড়া প্রতিদিনের মতো স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছে সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা।

এমআরআর/জিকেএস