ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ইটভাটা শ্রমিক-কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৩ মে ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে নাসিরনগর উপজেলা ও বাঞ্ছারামপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে মোজাম্মেল হক (৩২) ও উপজেলার মানিকপুরের বাসিন্দা মনু মিয়া (৪৫)।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জাগো নিউজকে বলেন, মোজাম্মেল ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। দুপুরে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যান তিনি।

বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে মিত্র চাকমা জাগো নিউজকে বলেন, দুপুরে উপজেলার মানিকপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মনু মিয়া মারা যান। তিনি পেশায় কৃষক ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম