মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ফাইল ছবি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাড়ির উঠোনে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মো. জোবায়ের হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জোবায়ের ওই এলাকার কামাল হোসেনের কনিষ্ঠ ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টিতে তিনটহরী গুচ্ছগ্রামের মো. কামাল হোসেনের উঠোনে দুই ঘরে বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে পড়ে। এ সময় দাদির ঘর থেকে দৌড়ে নিজ ঘরে যাওয়ার সময় পড়ে থাকা তারে জড়িয়ে আহত হয় জোবায়ের। তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন জাগো নিউজকে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
তার বাবা কামাল হোসেন বলেন, আমার এক মেয়ে ও এক ছেলে। জোবায়ের আমার মায়ের ঘরে থাকতো। বৃষ্টির সময় দৌড়ে আমার ঘরে আসতে গিয়ে উঠোনে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়।
মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুজিবুর রহমান ভূঁইয়া/এসজে/এএসএম