ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৪ মে ২০২৩

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অভিযান পরিচালনাকালে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

তারা হলেন- মুন্না হাসান (৩৫) ও নুর মোহাম্মদ (৩৪)। মুন্না হাসান দিনাজপুরের ফুলবাড়ীর ইউসুফ খলিফার ছেলে ও নুর মোহাম্মদ একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

আরও পড়ুন: ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ডিবির হাতেই 

স্থানীয়রা জানায়, বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ডায়বেটিকস মোড় সংলগ্ন সুন্দরপুর আদিবাসী এলাকার আমিন মার্ডির বাড়িতে ডিবি পরিচয়ে অভিযান পরিচালনা করে ১৮ হাজার টাকা হাতিয়ে নে। আরও টাকা চেয়ে হুমকি দিলে স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, ডিবি পরিচয় দেওয়া দুই যুবককে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস