ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ডিবির হাতেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৩ অক্টোবর ২০২২
গ্রেফতার মাঈন উদ্দিন

চট্টগ্রামে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি ও চুরির অভিযোগে মো. মাঈন উদ্দিন ওরফে বাবু ওরফে নোহা বাবুকে (৪২) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) সকালে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাঈন উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা থানার ডুমুরিয়া গ্রামের মোস্তাক হাজীর বাড়ি এলাকার মৃত শামছুল আলমের ছেলে। গ্রেফতারের পর তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম-বন্দর) জোনের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন জানান, গ্রেফতার মাঈন উদ্দিনের বিরুদ্ধে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি, চুরি ও লোকজনকে মারধরের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে হালিশহর থানায় শনিবার একটি মামলা হয়। ওই মামলায় সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

ইকবাল হোসেন/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।