ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে শিক্ষক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৪ মে ২০২৩

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এস এম মোর্তজা আলম লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ মে) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মোর্তজা আলম লিটন সাতক্ষীরা সদর থানার মাগুরা কর্মকারপাড়া গ্রামের মৃত মুনসুর আলী সানার ছেলে।

জানা গেছে, দুই মাস ধরে বিকেল ৫টায় ওই স্কুলছাত্রী ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে মোর্তজা লিটনের কাছে যেত। প্রতিদিনের মতো সোমবার (২২ মে) বিকেল ৫টায় তারা ১২-১৩ জন সহপাঠী প্রাইভেট পড়তে ওই শিক্ষকের বাসায় যায়। প্রাইভেট পড়ানোর শেষপর্যায়ে মোর্তজা বিভিন্ন অজুহাতে ওই ছাত্রীর খাতা দেখতে দেখতে এক ঘণ্টা বেশি সময় ক্ষেপণ করেন।

ততক্ষণে তার অন্য সহপাঠীরা চলে যায়। একপর্যায়ে ওই শিক্ষক তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এসময় ওই ছাত্রী শিক্ষককে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। পরে বাড়িতে ফিরে সে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করা হয়।

তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ঘটনাটি জানার পর ম্যানেজিং কমিটির জরুরি মিটিং ডাকা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, যৌন নিপীড়নের অভিযোগে সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোর্তজা আলম লিটনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/জিকেএস