ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেকুয়ায় ১৬ দোকান ভ্স্মীভূত, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১০ মার্চ ২০১৬

কক্সবাজারের পেকুয়ায় মগনামা জেটিঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এসময় ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার ভোররাতে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।

খবর পেয়ে পেকুয়ার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থানে যান। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন দ্রুত সময়ে দমকল বাহিনী পৌঁছতে সক্ষম হননি, যার ফলে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাতে কুতুবদিয়া চ্যানেল সংশ্লিষ্ট মগনামা জেটিঘাটে আকষ্মিকভাবে অগ্নিকাণ্ড ঘটে। ব্যবসায়ীরা জানান,  মশার কয়েল থেকে অগ্নিপাতের সূত্রপাত। এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত সময়ে সর্বত্রে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের জন্য প্রাণপণ চেষ্টা করে। কিন্তু পানি স্বল্পতার কারণে দোকানগুলো আগুনের কবল থেকে রক্ষা পায়নি।

আগুনে মগনামা জেটিঘাট এলাকার বাবুল, ফরমান, মোদাচ্ছের, আইয়ুব আলী, কালু ও আবুতাহের প্রকাশ করম আলী সওদাগরের চায়ের দোকান, পুলিন সুশীল, প্রদীপ সুশীল ও বিমল সুশীলের সেলুনের দোকান, নুর মোহাম্মদ, আবু তাহেরের কুলিং কর্নার, মনির সওদাগরের পৃথক দু’টি মুদির দোকান, আবুল কালামের মুদির দোকানসহ ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এসবের মধ্যে মনির ও করম আলী সওদাগর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নগদ টাকা, ইলেক্ট্রনিক সামগ্রী মালামালসহ প্রায় এক কোটি বিশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, নির্বার্হী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সায়ীদ আলমগীর/বিএ