সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জাগো নিউজের দিনাজপুর প্রতিনিধি
জাগো নিউজের দিনাজপুর প্রতিনিধি, স্থানীয় দৈনিক পত্রালাপের বার্তা সম্পাদক ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এমমাদুল হক মিলন (৪২) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর সদরের ৫নং উপশহর খোদ মাধবপুর মিস্ত্রীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এমমাদুল হক মিলন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দৈনিক সকালের খবর পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শহরের বাহাদুর বাজারস্থ কর্মস্থলে যাওয়ার পথে মিস্ত্রীপাড়া খেড়পট্টি মোড়ে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিজেই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এমদাদুল হক মিলন। সঙ্গে সঙ্গে তাকে তার পরিবার ও স্থানীয় লোকজন দিমেক হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালের তৃতীয় তলার পুরুষ শৈল বিভাগের ৪নং পেইন বেডে চিকিৎসাধীন।
অপরদিকে দৈনিক পত্রালাপের বার্তা সম্পাদক এমদাদুল হক মিলনের দুর্ঘটনার সংবাদ শুনে রাতেই দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও দৈনিক পত্রালাপের সম্পাদক মনোরঞ্জন শীল গোপাল তার নির্বাচনী এলাকার কর্মসূচি সংক্ষিপ্ত করে হাসপাতালে এমদাদকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।
এছাড়াও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্টসহ দিনাজপুরের সাংবাদিক সমাজ গুরুতর আহত সাংবাদিক এমদাদুল হক মিলনকে হাসপাতালে দেখতে যান।
বিএ